অফলাইনেও বাংলা সমর্থন করবে গুগল ট্রান্সলেট






গুগল ট্রান্সলেট অ্যাপের হালনাগাদ সংস্করণ এনেছে সার্চ জায়েন্ট গুগল । এর ফলে আফলাইনেও এখন অ্যাপটি ব্যাবহার করা যাবে। এ অ্যাপটি এখন বাংলা ভাষাতেও ব্যাবহার করা যাবে এবং উন্নত অনুবাদ-সুবিধা পাওয়া যাবে।

গুগল বলেছে, ২০১৬ সালে গুগল ট্রান্সলেটে নিউরাল মেশিন ট্র্যান্সলেশন (এনএমটি) নামের প্রযুক্তি যুক্ত করা হয়, যা অনলাইন অনুবাদে যথার্থতা আনতে পারে। এখন ওই প্রযুক্তি অফলাইন ট্র্যান্সলেশনের ক্ষেত্রেও ব্যাবহার করা হচ্ছে ।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্লাটফর্মেই অফলাইন মোড কাজ করবে। গুগল বলেছে, অফলাইনে অনুবাদের ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের ক্ষেত্রে এটি সরাসরি কাজ করবে। এতে যখন ইন্টারনেট সংযোগ থাকবে না, তখন উন্নত অনুবাদ-সুবিধা পাওয়া যাবে। অনলাইনের মতোই নিউরাল মেশিন ট্রান্সলেশন প্রযুক্তি এতে কাজ করবে। তবে ট্রানলেশন ফাইলের কারনে জায়গা বেশি লাগবে। নতুন সিস্টেমের কারনে শব্দের আংশিক অনুবাদের বদলে পুরো বাক্য অনুবাদ দেখানো হবে।


অ্যাপটি ৫৯ টি ভাষা সমর্থন করবে বলে জানিয়েছে গুগল । 




No comments

Dear Members, Thanks for Your Comments. We must be reply your comment answer as soon as possible. Please Stay with us.....

Theme images by ideabug. Powered by Blogger.