- 1
প্রসেসর কি?
উত্তরঃ প্রসেসর হলো কম্পিউটারের
অন্যতম প্রধান হার্ডওয়্যার।
2.
মাইক্রো প্রসেসর কি?
উত্তরঃ মাইক্রো
প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গাণিতিক ইন্জিন। যা ইন্সটাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয়
অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে।
3. ম্যাক্রো (macro ) কি?
উত্তরঃ ম্যাক্রো একটি নিয়ম বা প্যাটার্ন যা একটি
নির্দিষ্ট ইনপুটকে
নির্দিষ্ট পদ্ধতিতে বার বার
প্রতিস্থাপন করে।
4.
প্রথম microprocessor এর নাম কি? কত সালে তৈরি হয়?
উত্তরঃ Intel 4004, এটি ১৯৭১ সালে তৈরি হয়।
5.
Peripheral Devices – কি?
উত্তরঃ ইনপুট/
আউটপুট ডিভাইস গুলোকে Peripheral Devices . যেমনঃ মাউস, কীবোর্ড ইত্যাদি।
6.
Bus- কি? Bus কত প্রকার?
উত্তরঃ একটি Processor মেমোরির সাথে যুক্ত হয় যে Signal এর মাধ্যমে তাকে Bus বলে।
Bus- ৩ প্রকার__
(i)
Address Bus.
(ii)
Data Bus.
(iii)
Control Bus.
7.
Assembly – বলতে কি বুঝো ?
উত্তরঃ Assembly হচ্ছে একটি low level machine language.
8.
.model small – বলতে কি বুঝো?
উত্তরঃ মেমরি
সিগমেন্ট এ প্রোগ্রামের সাইজ বুঝেবে।
9.
.stack 100h- বলতে কি বুঝো?
উত্তরঃ এটি একটি stack segment এবং এখানে hexadecimal এ সাইজ নিয়েছে 100.
10.
.data- বলতে কি বুঝো?
উত্তরঃ এটি একটি data segment এখানে যত Variable আছে সব থাকবে।
11.
.code- বলতে কি বুঝো?
উত্তরঃ এটি একটি code segment যেখানে সকল প্রকার instruction লেখা হয়।
12.
Main proc - বলতে কি বুঝো?
উত্তরঃ প্রোগ্রাম
কোনখান থেকে রান হবে , তা নির্ধারণ করে।
13.
Main endp - বলতে কি বুঝো?
উত্তরঃ প্রোগ্রাম
কোনখানে শেষ হবে , তা নির্ধারণ করে।
14.
রেজিস্টর-কাকে
বলে?
উত্তরঃ পরিবাহির
মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ বাধা প্রধানকারি ডিভাইস-কে Resistor বলে।
15.
Resistor
মুলত কত
প্রকার?
উত্তরঃ Resistor কে
মুলত দুই প্রকার:- (i) ফিক্সড রেজিস্টর, (ii) ভেরিয়েবল রেজিস্টর
16.
ফিক্সড রেজিস্টর কাকে বলে?
উত্তরঃ যে Resistor এর
মান ফিক্সড থাকে বা অপরিবর্তনশীল থাকে তাকে fixed Resistor বলা
হয়ে থাকে।
17.
ভেরিয়েবল রেজিস্টর কাকে বলে?
উত্তরঃ যে Resistor এর
মান ফিক্সড থাকে না বা পরিবর্তনশীল থাকে তাকে Variable Resistor বলা
হয়ে থাকে।
18.
কয়েকটি Microprocessor এর নাম বল।
উত্তরঃ Intel
8086, Intel 8088, Intel 80186, MC 68000, MC 68010.
19.
Assembly Language এর প্রোগ্রাম গুলো কোন কম্পাইলর দ্বারা রান করেছো? ভার্শন কত?
উত্তরঃ emulator 8086,(emu8086 ) । এটার ভার্শন
হচ্ছে 4.08
20.
Assembler – কি?
উত্তরঃ Assembler হচ্ছে একটি Translator যা Assembly
Language কে Machine Language এ convert করে।
21.
কিছু Assembler -এর নাম লিখ।
উত্তরঃ emo8086, Tutbo
Assembler, Microsoft Macro Assembler, Net wide Assembler ইত্যাদি।
22.
ক্যাটাগরি
ভিত্তিক Register কত প্রকার ও কি কি?
উত্তরঃ ৬ প্রকার,
General,
Pointer, Index, Segment, Instruction, Flag Register.
23.
Assembly Language – এ কয়টি Segment রয়েছে?
উত্তরঃ 4 টি।
(i)
Memory Model Segment,
(ii)
Stack Segment
(iii)
Data Segment
(iv)
Code Segment
24.
Directive এবং Instruction এর মধ্যে
পার্থক্য কি?
উত্তরঃ Directive মেশিন কোডে কনভার্ট হয় না, Instruction মেশিন কোডে কনভার্ট হয় ।
25.
Function Number কয়টি ও তাদের কাজ কি?
উত্তরঃ Function Number ৩ টি। যথাঃ- 1, 2, 9
1=
Keyboard থেকে single Character ইনপুট নেয়ার Function.
2= Single Character আউটপুট দেখানোর Function.
9=
String আউটপুট দেখানোর Function.
26.
Assembly Language – এ Comment লিখতে কি ব্যাবহার করা হয়?
উত্তরঃ Semicolon ( ; ) ব্যাবহার করা হয়।
No comments
Dear Members, Thanks for Your Comments. We must be reply your comment answer as soon as possible. Please Stay with us.....